• রাজ্য পুলিশে প্রচুর চাকরি, এসআই ও কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
    এই সময় | ০৬ মার্চ ২০২৪
  • রাজ্য সরকারের তরফে বারেবারেই বলা হয় যে বাংলায় প্রচুর কাজের সুযোগ রয়েছে। তার মধ্যে সরকারি চাকরির বিষয়ও থাকবে। এবার ফের একবার পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার। একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে লোকসভা ভোটের আগে এটিকে চাকরি প্রার্থী যুবক - যুবতীদের জন্য সুখবর বলেই মনে করা হচ্ছে।রাজ্য পুলিশের এসআই এবং কনস্টেবল পদে মোট ১০ হাজার ৭১৯ জনকে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৪৬৪ জনকে এসআই এবং ১০ হাজার ২৫৫ জনকে নিয়োগ করা হবে কনস্টেবল পদে। এই বিজ্ঞপ্তির মধ্যে দিয়েই নিয়োগের প্রক্রিয়ার প্রাথমিক পর্বের সূচনা হয়ে গেল। এর আগে গত সপ্তাহেই কলকাতা পুলিশে ৩ হাজার ৭৩৪ জন কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে রাজ্যে তরফে।

    এই বিষয়ে রাজ্য পুলিশ সূত্রে খবর, ৪৬৪ জন এসআই-এর মধ্যে ২৬৪ জনকে নিয়োগ করা হবে 'আনআর্মড' শাখায়। এই ২৬৪ জনের মধ্যে আবার ১০০ জন মহিলা এসআই থাকবেন বলে জানা গিয়েছে। আর বাকি ২০০ জনকে 'আর্মড' শাখার এসআই পদে নিয়োগ করে হবে বলে জানা গিয়েছে। রাজ্য পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এবার তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্যও নির্দিষ্ট 'কোটা' রাখা হচ্ছে। তাছাড়া, এসআই নিয়োগের ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমাও বাড়ান হচ্ছে। এখন থেকে বয়সের সর্বোচ্চ সীমা ২৭-এর পরিবর্তে ৩০ করা হয়েছে।

    অন্যদিকে ১০ হাজার ২৫৫টি কনস্টেবল পদের মধ্যে ৭ হাজার ২২৮ জন পুরুষ এবং ৩ হাজার ০২৭ জন মহিলাকে নিয়োগ করা হবে। এক্ষেত্রেও চাকরিপ্রার্থীদের বয়সের সর্বোচ্চ সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানেও বয়সের সর্বোচ্চ সীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, এনভিএফ এবং হোমগার্ডদের জন্য রাখা নির্দিষ্ট 'কোটা'।

    প্রসঙ্গত, কয়েকদিন আগে রাজ্য পুলিশে স্পোর্টস কোটায় আলাদা করে নিয়োগ চেয়ে প্রস্তাব পাঠানো নবান্নে। সূত্রের খর, সেই প্রস্তাবে উল্লেখ করা হয়, এর ফলে এক দিকে যেমন বেশকিছু সংখ্যক বেকার যুবক যুবতীর চাকরি পাবেন, তেমনই দীর্ঘদিন ধরে খেলাধূলা করেও যাঁরা চাকরির সুযোগ পাচ্ছিলেন না, তাঁদেরও সুরাহা হবে। এই উদ্যোগের ফলে বিভিন্ন জায়গার প্রতিভাবান খেলোয়াড়দেরও তুলে ধরা যাবে বলেও মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)