• PM Modi Barasat Rally: নজরে মহিলা ভোট, মোদীর মুখে নারী শক্তির জয়জয়কার, কী কী বললেন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
  • PM Modi on women:

    বুধবার বারাসতের সভায় ভাষণের শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে নারী শক্তির বিকাশের কথা শোনা গিয়েছে। ভারতের সামগ্রিক বিকাশে কীভাবে মহিলারাও অংশ হয়ে উঠেছে তা তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে সন্দেশখালি প্রসঙ্গ তুলে ধরে তৃণমূল সরকারকে যেমন আক্রমণ করেছেন,তেমনই নারী সুরক্ষায় কেন্দ্রীয় সরকার কি কাজ করেছে সেটাও বলেন। এদিন‘জয় মা কালী’, ‘জয় মা দুর্গা’ বলে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী মোদী। তারপরই বললেন, ‘বাংলার মা-বোনেরা ও ভাই বন্ধুকে প্রণাম। আজকের এই সভার ভিড়ই প্রমাণ করছে, বিজেপি কীভাবে নারীশক্তিকে বিকশিত ভারতের শক্তি বানাচ্ছে। আপনারা পরম্পরা ভেঙেছে। পুরুষের ম্যারাথন তো শুনেছেন, এবার গ্রামে গ্রামে মহিলারা নারীশক্তি বন্দনার জন্য দৌড়েছেন। আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়েছেন।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)