• PM Modi Barasat Rally Updates: ‘নারীশক্তি জাগছে, বাংলায় সন্দেশখালি ঝড় উঠবে’, ভবিষ্যদ্বাণী প্রধানমন্ত্রী মোদীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
  • Bengal Barasat Rally Live:

    দুয়ারে লোকসভা। বিজেপির নজরে মহিলা ভোট। তাই বারাসতের সভা থেকেই সন্দেশখালি ও তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে হাতিয়ার করে বাংলায় লোকসভা ভোটের প্রচারে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বারাসতে সন্দেশখালির নির্যাতিতারা হাজির ছিলেন। তাঁদের সামনেই মোদী গর্জে উঠে বললেন, ‘মা-বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে। সন্দেশখালিতে যা যা হয়েছে, তাতে যে কারোর মাথা লজ্জায় ডুবে যাবে। কিন্তু এখানকার তৃণমূলের সরকারের আপনার দুঃখে কিছু যায় আসে না।’
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)