Kolkata metro: গঙ্গাগর্ভে মেট্রো এক ব্রিটিশের কল্পনার ফসল! শতবর্ষ আগেই তৈরি হয়েছিল নকশা?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
British engineer Harley Dalrymple-Hay imagined underwater train:
শহর কলকাতা। এই শহর বহুদিন ধরেই স্বপ্ন দেখত, বিলেতের মত এখানেও জলের নীচ দিয়ে ট্রেন ছুটবে। যা এক করে দেবে যমজ শহর কলকাতা আর হাওড়াকে। সেই আদ্যিকালের রবীন্দ্র সেতু আর পরবর্তীকালে বিদ্যাসাগর সেতু আছে বটে। তা দিয়েই দুই শহরের মধ্যে প্রতিনিয়ত যোগাযোগ হয়। কিন্তু, সে তো মোটরযানের ব্যবহারের জন্য। কলকাতা তথা রাজ্যবাসীর, হাওড়া-কলকাতার মধ্যে ট্রেন চলাচলের সেই স্বপ্ন পূরণ করল কলকাতা মেট্রো। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।