• IND vs ENG: ঋষভ পন্থকে ওঁরা হয়ত দেখেইনি! ইংল্যান্ডের কথা উঠতেই হঠাৎ মেজাজ হারালেন রোহিত
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
  • India vs England test series: রাজকোট টেস্টে যশস্বী জয়সওয়ালের বিধ্বংসী শতরানের পর ইংল্যান্ডের তারকা বেন ডাকেট সরাসরি ইংরেজদের বাজবল ঘরানার ক্রিকেটকে কৃতিত্ব দিয়েছিলেন। বলে দেন, ইংল্যান্ডের মত আগ্রাসী ক্রিকেট খেলেই সাফল্য পাচ্ছেন যশস্বী। প্রতিপক্ষের শতরানে বেনজিরভাবে নিজেদের পিঠ নিজেদের চাপড়ে বিতর্ক বাড়িয়েছিলেন ডাকেটরা। সেই ঘটনার পাল্টা দিলেন এবার রোহিত শর্মা। ধর্মশালা টেস্ট খেলতে নামার একদিন আগেই হিটম্যান সরাসরি বলে দেন, “ঋষভ পন্থ বলে একজন ক্রিকেট খেলে। ডাকেট হয়ত ওঁকে দেখেইনি।”
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)