• Rohan-Angana: ‘তোমার সঙ্গেই উড়তে চাই..’, সৃজলার চ্যাপ্টার অতীত! ফের একবার প্রেমে পড়লেন রোহন?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
  • Rohan Bhattacharyya: অভিনেতা রোহন ভট্টাচার্য নাকি প্রেম করছেন। ফের একবার টলিপাড়ার নায়িকার প্রেমে মজেছেন তিনি! বর্তমানে দেব ভূমিকায় তুমি আশে পাশে থাকলে ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। আর সেখানেই নাকি মনের খবর পেয়েছেন?
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)