মঙ্গলবার হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ভূমিধস এবং তুষারধসের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রবল ভুমিধসের কারণে রাজ্যের প্রায় ৪৭২ টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলেই রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে। আবহাওয়া দফতর বুধবার পার্বত্য রাজ্যের বিচ্ছিন্ন স্থানে ‘বজ্রঝড়ের’ জন্য একটি ‘হলুদ’ সতর্কতা জারি করেছে।