সেলিব্রিটি শেফ রণবীর ব্রার তাঁর নিত্যনতুন রেসিপি কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তিনি ইউটিউবে প্রায় প্রতিদিনি বিভিন্ন রেসিপির শেয়ার করেন। রণবীরের রান্নার পদ্ধতি সকলকেই আকৃষ্ট করে। এবার তাঁর তৈরি একটি বিশেষ খাবার মাথা ঘুরিয়ে দিয়েছে নেটপাড়ার। রণবীর তাঁর প্রথম রেস্তোরাঁ খুলেছেন দুবাইয়ে। এই রেস্টুরেন্টের একটি খাবারের রেসিপি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে।