Seven Indians forced to fight in Russia: ‘প্রলোভন দেখিয়ে প্রতারণা, যুদ্ধে পাঠানোর তোড়জোর’, রাশিয়ায় আটক ৭ ভারতীয়’র ভিডিও প্রকাশ্যে
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ মার্চ ২০২৪
কাজের প্রলোভন দেখিয়ে জোর করে রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় যুবকদের ইউক্রেনের যুদ্ধের কাজে লাগানোর অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক মহলে। এবিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে বিদেশমন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে সেই সকল আটকে থাকা ভারতীয়দের উদ্ধারের জন্য ইতিমধ্যে রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মাঝেই সামনে এসেছে একটি নতুন ভিডিও। সাতজনের ভারতীয় দল নতুন ভিডিওতে দাবি করেছে, তাদের রুশ সেনাদের সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করা হচ্ছে। রাশিয়া তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের আটক করে রেখেছে।