• ‌ রাশিয়ায় ঘুরতে গিয়ে বিপত্তি, সাত ভারতীয়কে ধরে বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিল রাশিয়া...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভারত থেকে ঘুরতে গিয়েছিলেন রাশিয়ায়। সাত জনকে ধরে বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছে ইউক্রেন যুদ্ধে। জানা গেছে, পাঞ্জাব ও হরিয়ানার সাত জন যুবক রাশিয়ায় ঘুরতে গিয়েছিলেন। কিন্তু এই দুর্দশা হবে তা কল্পনাও করতে পারেননি। ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন তাঁরা। ওই যুবকদের দাবি, রাশিয়ায় ঘুরতে গিয়ে পুতিনের সেনার ফাঁদে পড়েছেন তাঁরা। ভুল বুঝিয়ে, জোর করে সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হয়েছে তাঁদের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতেও পাঠানো হয়েছে।এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন ওই যুবকেরা। সেখানে দেখা গিয়েছে, মিলিটারি স্টাইলের জ্যাকেট পরা সাত জন যুবক একটি নোংরা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। ১৯ বছর বয়সী হর্ষ নামক এক যুবক গোটা ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বন্ধুদের সঙ্গে নিউ ইয়ার উদযাপন করতে গত ২৭ ডিসেম্বর রাশিয়ায় আসেন তাঁরা। তাঁদের কাছে টুরিস্ট ভিসা ছিল, যা ৯০ দিনের জন্য বৈধ। ওই যুবকের দাবি, রাশিয়ায় এক ট্রাভেল এজেন্ট তাঁদের পড়শি দেশ বেলারুসে নিয়ে যায়। তাঁরা জানতেন না ওই দেশে যাওয়ার জন্য আলাদা ভিসা লাগে। সেখানে পৌঁছনোর পর এজেন্ট আরও টাকা যায়। এরপর সেখানেই তাঁদের ফেলে রেখে পালিয়ে যায় ওই এজেন্ট। পুলিশ ওই যুবকদের আটক করে এবং রাশিয়া সরকারের হাতে তুলে দেয়। অভিযোগ, বেলারুস থেকে রাশিয়ায় ফেরার পর তাঁদের দিয়ে কিছু কাগজে সই করানো হয়েছিল। এখন তাঁদের বলা হচ্ছে, তাঁরা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে হবে তাঁদের। বর্তমানে তাঁরা দোনেস্ক অঞ্চলে রয়েছে বলেই জানা গিয়েছে।
  • Link to this news (আজকাল)