• জিম করবেট অভয়ারণ্যের গভীরে নিষিদ্ধ হল টাইগার সাফারি, নির্দেশ সুপ্রিম কোর্টের...
    আজকাল | ০৬ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জিম করবেট অভয়ারণ্যের গভীরে নিষিদ্ধ করা হল টাইগার সাফারি। নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। যেভাবে এখানে অবৈধ নির্মাণ এবং বৃক্ষনিধন করা হয়েছে তার কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট। জনসাধারণের বিশ্বাসকে ওয়েস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, জানিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সিবিআইকে আগামী তিন মাসের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। উত্তরাখণ্ডের প্রাক্তন বনমন্ত্রী হরক সিং রাওয়াতকেও এদিন আদালতের তোপের মুখে পড়তে হয়। রাওয়াত বিজেপি সরকারের আমলে মন্ত্রী ছিলেন। এরপর তাকে দলবিরোধী কাজের জন্য সরিয়ে দেয় বিজেপি। এরপর সে কংগ্রেসে যোগদান করে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁদের সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 
  • Link to this news (আজকাল)