• 'স্টিল অন জিরো'! কেন আম্পায়ারকে ধুয়ে দিয়েছিলেন অধিনায়ক' মুখ খুললেন রোহিত
    ২৪ ঘন্টা | ০৬ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমএস ধোনির (MS Dhoni) পর রোহিত শর্মার (Rohit Sharma) মাঠে বলা কথাবার্তা প্রচণ্ড ভাইরাল হয়। স্টাম্প-মাইকে তাঁর বলা কথা রেকর্ড হয়ে যায়। কখনও তিনি সতীর্থদের কোনও নির্দেশ দেন তো কখনও গালিগালাজ করেন! সবই আবেগের বশেই করেন ভারতের তিন ফরম্য়াটের অধিনায়ক। গত ১৭ জানুয়ারির ঘটনা আজও ক্রিকেট ফ্য়ানদের মনে রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলছিল ভারত। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামীতে হয়েছিল ম্য়াচ। যশস্বী জয়সওয়াল ও রোহিত ওপেন করতে নেমেছিলেন। আম্পায়ার বীরেন্দ্র শর্মাকে বলা রোহিতের একটি কথা ভাইরাল হয়েছিল। রোহিত বলেছিলেন, 'আরে বীরু, প্রথম চারটা থাই প্য়াড দিলে?ব্য়াটে লেগেছিল তো!' এই ঘটনার ৪৮ দিন পর রোহিত মুখ খুললেন। বিলাসপুরের এক অনুষ্ঠানে রোহিত বলেন, 'দেখুন,পরপর দুই ম্য়াচে শূন্য় করার পর, প্রথম রান ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি ব্য়াটে খেলে চার মেরেছিলাম। আম্পায়ার হয়তো সেটা খেয়াল না করে লেগ বাইয়ের সিদ্ধান্ত দিয়েছিলেন। আমি সাধারণত স্কোরবোর্ডের দিকে তাকাই না ব্য়াটিংয়ের সময়ে। আমার মন ব্য়াটিংয়েই থাকে। কিন্তু ওভার শেষ হওয়ার পর আমার চোখ স্কোরবোর্ডে গিয়েছিল। আমি দেখি রোহিত শর্মা স্টিল অন জিরো! আমি চার মারার পরেও শূন্য়! আমি তখন আম্পায়ারকে বলি, 'বীরু, তুমি কি ভাবলে থাই প্য়াডে লেগে হয়েছে? ব্য়াটে খেলেছিলাম!'ভাইরাল স্টাম্প-মাইকের ঘটনা নিয়ে তাঁর সংযোজন, 'আমার কোনও ফেভারিট লাইন নেই। আমি কিন্তু এসব ইচ্ছাকৃত ভাবে করি না। দেখুন আমি যেহেতু অধিনায়ক, আমি সেহেতু স্লিপে দাঁড়িয়ে অ্যাঙ্গেল বুঝে ফিল্ডার প্লেসমেন্ট করি। ডিআরএস সিস্টেম এবং অনান্য় কল নেওয়া। স্লিপে দাঁড়িয়েই এগুলো বোঝা যায়। তাই আমি স্লিপে দাঁড়াই। ওখানে দাঁড়িয়ে কথা বলতেই থাকি। আমি উইকেটকিপার ছাড়াও শর্ট-লেগ ও সিলি পয়েন্টের ফিল্ডারদের সঙ্গে কথা বলি। আর সেগুলোই রেকর্ড হয়ে যায়।' রোহিত যে ফুরফুরে মেজাজেই থাকেন মাঠে, সেটাও কিন্তু বারবার ধরা পড়ে যায়।

      
  • Link to this news (২৪ ঘন্টা)