• এবার ছ?ঘণ্টায় দিঘা-বারাসত ইএমইউ ট্রেন, প্রধানমন্ত্রীর হাত ধরে শুরু যাত্রা
    প্রতিদিন | ০৬ মার্চ ২০২৪
  • সুব্রত বিশ্বাস: পর্যটনের বিকাশে এবার উত্তর চব্বিশ পরগনার (North 24 Parganas) সঙ্গে দিঘার যোগসূত্র স্থাপন হল। আজ বারাসত-দিঘার মধ্যে ইএমইউ পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।

    বারাসত থেকে ট্রেনটি ভোর সওয়া পাঁচটায় ছেড়ে দিঘা পৌঁছাবে বেলা সাড়ে এগারোটার সময়। ফের দিঘার থেকে দুপুর দেড়টার সময় ট্রেনটি ছেড়ে বারাসত স্টেশনে ঢুকবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে। পাশাপাশি বারাসত-পাশকুড়ার মাঝে আরও একটি ইএমইউ পরিষেবা আজ চালু হচ্ছে। পাশকুড়ার থেকে ট্রেনটি ৪.২০ মিনিটে ছেড়ে বারাসত পৌঁছবে সকাল সাড়ে আটটার সময়। সেখান থেকে বিকেল সাড়ে পাঁচটায় ছেড়ে পাশকুড়া পৌঁছবে রাত দশটার সময়।

    ট্রেন দুটি দমদম-ডানকুনি-সাতরাগাছি হয়ে চলবে। ফলে বর্ধমান কর্ড ও মেন শাখার যাত্রীরা দিঘা যাওয়ার জন্য বিশেষ সুবিধা পাবেন ওই ট্রেনে। এসিসি লিংক শাখায় যাত্রীবাহী ট্রেন চলছে বেশ কয়েক বছর ধরে, ফলে ওই শাখা আরও কার্যকর করা হল এই পরিষেবার মাধ্যমে। বনগাঁ শাখায় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের সমুদ্র ভ্রমণের সুবিধার জন্য ট্রেনের দাবি ছিল। তা পূরণ করতে এই পরিষেবা বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)