INS Jatayu: চিনের বাড়াবাড়ির জবাব! লাক্ষাদ্বীপে ‘আইএনএস জটায়ু’ উদ্বোধন নৌসেনার
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
India’s new naval base in Lakshadweep:
এবার লাক্ষাদ্বীপে ভারতের নতুন নৌঘাঁটি আইএনএস জটায়ু। বুধবার (৬ মার্চ), নেভাল ডিটাচমেন্ট মিনিকয়কে আইএনএস জটায়ু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি একটি আপগ্রেডেড নৌ ঘাঁটি, কৌশলগত কারণেই লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে ভারত নিরাপত্তা পরিকাঠামো বাড়াতে চাইছে। তারই পদক্ষেপ হিসেবে, মিনিকয়ের নৌঘাঁটিকে শক্তিশালী করে আইএনএস জটায়ু হিসেবে গ্রহণ করা হল।