পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বিতর্ক নতুন না। এবার সেই ফিটনেস বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন খোদ পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। তিনি পাকিস্তানি ক্রিকেটারদের নির্দেশ দিয়েছেন, ফিটনেস বাড়াতে সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নিতে হবে। শুধু নির্দেশ দেওয়াই নয়। পিসিবি চেয়ারম্যান সেনাবাহিনীর সঙ্গে ক্রিকেটাররা কবে প্রশিক্ষণ নেবেন, সেই তারিখও ঘোষণা করে দিয়েছেন।