• ডার্বির টিকিটের দামে তারতম্য, আলোড়ন ময়দানে
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ নাটক, টালবাহানার পর আইএসএলের ফিরতি ডার্বির দিনক্ষণ নির্ধারিত হয়েছে। রবিবার যুবভারতীতে রাত সাড়ে আটটায় শুরু ম্যাচ। এই ঘোষণার ২৪ ঘন্টাও কাটেনি, তারমধ্যেই আরও একটি সমস্যার উদ্রেক। এবার ডার্বির টিকিটের মূল্যে তারতম্য। আইএসএলের প্রথম ডার্বিতেও নিজেদের হোম ম্যাচে টিকিটের দাম বেশি রেখেছিল মোহনবাগান কর্তৃপক্ষ। কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকদের টিকিটের মূল্যে কোনও তারতম্য ছিল না। দুই ক্লাবের সমর্থকদের জন্যই একই দামের টিকিট রাখা হয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল এদিন যে টিকিটের দাম প্রকাশ করেছে তাতে বিরাট তারতম্য রয়েছে। ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য এক দাম। একই গ্যালারির টিকিট মোহনবাগান সমর্থকদের কাটতে হবে প্রায় দ্বিগুণ টাকা দিয়ে। যেমন ইস্টবেঙ্গলের সি টু রাইট গ্যালারির টিকিটের দাম ৪০০। একই টিকিট মোহনবাগানের ক্ষেত্রে ৫০০। ইস্টবেঙ্গলের সি থ্রি রাইট টিকিটের দাম ২০০। একই সি থ্রি লেফটের টিকিট মোহনবাগান সমর্থকদের ৩৫০ টাকা দিয়ে কাটতে হবে। সি ওয়ান রাইটের (ইস্টবেঙ্গল) দাম ২০০। মোহনবাগানের ক্ষেত্রে সেটা ৩৫০। ইস্টবেঙ্গলের বি থ্রি গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা। একই গ্যালারির টিকিট (ডি থ্রি) মোহনবাগান সমর্থকদের কাটতে হবে ২৫০ টাকা দিয়ে। ইস্টবেঙ্গলের বি ওয়ানের টিকিটের মূল্য ১০০ টাকা। মোহনবাগানের ডি ওয়ান টিকিটের দাম ৩০০। অর্থাৎ একই টিকিট ২০০ টাকা বেশি দিয়ে কাটতে হবে সবুজ মেরুন সমর্থকদের। ইস্টবেঙ্গলের বি টু গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। সেটা মোহনবাগানের ক্ষেত্রে ৪০০ টাকা। একাধিক ক্ষেত্রে দ্বিগুণ বা তারও বেশি দাম রাখা হয়েছে মোহনবাগান সাপোর্টারদের জন্য। ডার্বির ১০০ বছরের ইতিহাসে এর আগে এরকম টিকিটের তারতম্য হয়েছে কিনা জানা নেই। একেতে রাত সাড়ে আটটায় ম্যাচ। অনেককেই গাড়ি ভাড়া করে ডার্বি দেখতে আসতে হবে। যা খরচ সাপেক্ষ। তারওপর টিকিটের এই দাম। এই অবস্থায় যুবভারতীর ৬০ হাজারি গ্যালারি ভরবে তো? 
  • Link to this news (আজকাল)