• ধর্মশালার ইংলিশ কন্ডিশনে স্পিন সহায়ক উইকেটই ভরসা রোহিতদের...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইংলিশ কন্ডিশনে ভারতীয় টেস্ট। ধর্মশালা টেস্টের ব্যাখ্যা এইভাবে করা যেতেই পারে। অন্তত আবহাওয়া তার ইঙ্গিত দিচ্ছে। মেঘলা আকাশ, শিরশিরে হাওয়া, বৃষ্টির পূর্বাভাস। ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের প্রথম দিন এমন পরিবেশ আশা করা যাচ্ছে। পাহাড়ের কোলে ধর্মশালা স্টেডিয়াম। দারুণ সুন্দর। স্টেডিয়ামের বিউটি কনটেস্ট হলে নিঃসন্দেহে জিতবে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এখানে খেলতে পছন্দ করে বিদেশি দলগুলো। পঞ্চম টেস্ট দেখতে প্রায় ৫০০০ ইংল্যান্ড সমর্থক হাজির। কিন্তু পিচের চরিত্র ভারতের অন্যান্য মাঠের উইকেটের মতোই। সবুজ গালিচায় ঘাসহীন ব্রাউন পিচ। উইকেট না দেখা পর্যন্ত হয়তো নিজেদের দেশের সঙ্গে মিল পাবেন স্টোকসরা। কিন্তু ট্র্যাক দেখলেই হতাশ হতে হবে। ধর্মশালার উইকেটকে "আদ্যোপান্ত ভারতীয় উইকেট" এর অ্যাখ্যা দেন রোহিত। তিন সিমার নিয়ে খেলার কোনও পরিকল্পনা নেই ইংল্যান্ডের। দুই পেসার এবং দুই স্পিনার নিয়েই নামবেন স্টোকসরা। পেটের সমস্যার জন্য এদিন ট্রেনিংয়ে ছিলেন না শোয়েব বশির। ধর্মশালা স্টেডিয়াম সৌন্দর্যের দিক থেকে একনম্বরে থাকলেও সেখানে প্রতি ১৫ মিনিট অন্তর আবহাওয়া পরিবর্তন হয়। সকালে সোয়েটার, জ্যাকেট, মাফলার লাগলেও দুপুরের দিকে বেশ গরম পড়ে। এই পরিবেশের জন্য অনেকেই মনে করছেন ইংল্যান্ড কিছুটা সুবিধা পাবে। কিন্তু সেটা মানতে নারাজ রোহিত। এর আগে বেশ কয়েকবার এখানে খেলেছে ভারতীয় দল। ভারতের নেতা সরাসরি জানিয়ে দেন, পিচ স্পিন সহায়কই হবে। রোহিত বলেন, "এরকম পরিবেশ থাকলে ধরেই নেওয়া যায় উইকেটে কিছু মুভমেন্ট থাকবে। কিন্তু পরের দিকে স্পিনাররা সাহায্য পাবে।" গত সপ্তাহে টানা বৃষ্টি হওয়ায় পিচ ঢেকে রাখা হয়েছিল। তবে খুব বেশি বাউন্স থাকার সম্ভাবনা নেই। অনেকেই পিচের ফাটল নিয়ে অভিযোগ জানায়। জেমস অ্যান্ডারসন এবং মার্ক উডকে নিয়ে নামবে ইংল্যান্ড। তবে তিনজন পেসারকে খেলানোর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি রোহিত। পঞ্চম টেস্টে ফিরছেন যশপ্রীত বুমরা। দ্বিতীয় পেসার হিসেবে থাকবেন মহম্মদ সিরাজ। আকাশ দীপকে খেলানো নিয়েই অনিশ্চয়তা। রাঁচি টেস্টের প্রথম সেশনে পেস এবং সুইং দিয়ে তিনটে উইকেট তুলে দেন বাংলার জোরে বোলার। মঙ্গলবার দলের সঙ্গে পুরোদমে প্র্যাকটিস করেন। তিন ম্যাচে ব্যর্থ হওয়া সত্ত্বেও রজত পাটিদারকে আরও একটা সুযোগ দেওয়া হতে পারে। পঞ্চম টেস্টের প্রথমদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সুতরাং প্রথমে ব্যাট করলে, অ্যান্ডারসনকে সামলাতে হবে ভারতীয় টপ অর্ডারকে। আকাশে মেঘ থাকলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইংল্যান্ডের জোরে বোলার। যেমন নিজের শহর ম্যাঞ্চেস্টারে খেলাই যায় না অ্যান্ডারসনকে। তবে মনে হয় না খুব বেশি সময় পাবেন জিমি। মুহূর্তের মধ্যে রাজকোট এবং রাঁচিতে পরিণত হতে পারে ধর্মশালা। 
  • Link to this news (আজকাল)