• মোদি-মন্তব্যে সজাগ থাকতে হবে শব্দ চয়নে, রাহুলকে সতর্কবার্তা কমিশনের...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মোদি মন্তব্যের জেরে একাধিকবার বিপাকে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে এই প্রসঙ্গে জমা পড়েছে অভিযোগও। রাহুলের মোদি মন্তব্যে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ বিবেচনা করে এবার কংগ্রেস নেতাকে সতর্কবার্তা জাতীয় নির্বাচন কমিশনের। বলা হয়েছে, মোদি মন্তব্যে, শব্দ চয়নে আরও বেশি সজাগ, সতর্ক থাকতে।  মোদি মন্তব্যে আগেও বিপাকে পড়েছেন রাহুল। ২০১৯ সালে মোদি পদবী নিয়ে তাঁর করা মন্তব্যের পেক্ষিতে সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাবাসের সাজা দিয়েছিল। গুজরাট হাইকোর্ট সেই সাজা বহাল রেখেছিল। এর জেরে সাংসদ পদও গিয়েছিল রাহুলের। পরে দেশের শীর্ষ আদালতের সিদ্ধান্তে তিনি সাংসদ পদ ফিরে পান।উল্লেখ্য, ২০১৯-এর পরেও মধ্যেপ্রদেশের ভোট প্রচার, এবং রাজস্থানের সভায় রাহুল মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠে। অভিযোগ ওঠে পনৌতি এবং পকেটমার শব্দ ব্যবহার নিয়ে। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে গেরুয়া শিবির শুধু অভিযোগ করেননি, মামলাও দায়ের হয়েছে দিল্লির আদালতে। এবার শব্দচয়নে রাহুলকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কমিশন।
  • Link to this news (আজকাল)