• ফরাক্কাবাসীর পানীয় জলের সমস্যা দূর করাই প্রধান লক্ষ্য তৃণমূলের ...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত ব্লক ফরাক্কার প্রায় ৪ লক্ষ মানুষের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান করে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের ময়দানে নামতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার ভিত্তিতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লক জঙ্গিপুর সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত হলেও ফরাক্কা বিধানসভা কেন্দ্রটি মালদা (দক্ষিণ) লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। তাই বিধানসভা এবং লোকসভা নির্বাচনে ফরাক্কার বাসিন্দাদেরকে দু"টি পৃথক জেলার জন্য ভোটাধিকার প্রয়োগ করতে হয়। ফলে দীর্ঘদিন অবহেলিত থেকে এই এলাকার জলকষ্টের সমস্যা। তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ফরাক্কা ব্লকের অন্তর্গত ন"টি গ্রাম পঞ্চায়েতের প্রায় চার লক্ষ মানুষের পানীয় জলের সমস্যা দূর করে ভোটের ময়দানে নামতে চাইছে তৃণমূল কংগ্রেস। এই কাজের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। ফরাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন," প্রায় ৪০ বছর ধরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন ফরাক্কার বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ বাসিন্দারা। এই সঙ্কট মেটানোর জন্য ইতিমধ্যে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। জল প্রকল্পের কাজের জন্য ইতিমধ্যেই বেওয়া -১ এবং ২ গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৩৫ কোটি টাকা। অর্জুনপুর গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা। এর পাশাপাশি আঁধুয়া গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ হয়েছে প্রায় সাত কোটি টাকা। ইমামনগর গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ প্রায় ২০ কোটি টাকা। এছাড়া বেনিয়াগ্রাম,মহাদেবনগর সহ আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েতে জল সঙ্কট মেটানোর জন্য প্রায় ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।" তৃণমূল বিধায়ক বলেন," রাজ্য সরকারের বরাদ্দকৃত অর্থে ইতিমধ্যেই টেন্ডার আহ্বান করে দায়িত্বপ্রাপ্ত সংস্থার হাতে ওয়ার্ক অর্ডারও তুলে দেওয়া হয়েছে। প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে প্রায় ৪ লক্ষ মানুষ আর্সেনিক মুক্ত জল পাবেন। " 
  • Link to this news (আজকাল)