• এই সরকার শাহজাহান, শিবু, উত্তমদের সরকার, বিজেপিতে যোগ দিয়েই তৃণমূলকে আক্রমণ তাপসের...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: "এই সরকার শাহজাহান, শিবু, উত্তমদের সরকার।" বিজেপিতে যোগ দিয়েই তাঁর আগের দল তৃণমূলকে এই ভাষাতেই আক্রমণ করলেন বরানগরের প্রাক্তন "তৃণমূল বিধায়ক" তাপস রায়। তাপস ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র দিয়ে এলেও পদ্ধতিগত ত্রুটির জন্য তাঁর ইস্তফা এখনও গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন অধ্যক্ষ। যদিও বুধবার বিকেলেই সল্টলেকে বিজেপি রাজ্য অফিসে গিয়ে কেন্দ্র ও রাজ্য বিজেপির নেতাদের হাত থেকে গেরুয়া শিবিরের পতাকা হাতে নিয়ে আনুষ্ঠানিকভাবেই বিজেপিতে যোগদান করেছেন তাপস। তাঁকে স্বাগত জানিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, তাপস রায়ের ভাবমূর্তি স্বচ্ছ। যোগদানের পরেই বক্তব্য পেশ করতে গিয়ে পোড়খাওয়া রাজনীতিবিদ তাপস তৃণমূলকে আক্রমণ করেছেন। তাঁর কথায়, "বাংলার বুকে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল সংবিধানের কথা বললেও আদালতের রায় মানে না।" নতুন দলে তাঁর দায়িত্ব পালন নিয়ে তাপস জানিয়েছেন, তিনি যখন যেটা করেছেন তখন সেটা পুরোপুরিভাবে করেছেন। বিজেপির প্রতি ১০০ শতাংশ তাঁর আনুগত্য থাকবে বলে জানিয়েছেন তাপস। তাপসের দলত্যাগ আটকাতে এর আগে তাঁর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যদিও তাঁদের কথায় সিদ্ধান্ত বদল করেননি তাপস। এদিন তাপসের দলবদল নিয়ে কুণালের মন্তব্য, আগে যদি তাপসের যন্ত্রনার বিষয়ে দল হস্তক্ষেপ করতে তাহলে হয়ত এই পরিস্থিতিটা হত না।
  • Link to this news (আজকাল)