• বিজেপিতে যোগ দিলেন 'তৃণমূল বিধায়ক' তাপস রায়
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পদ্ধতিগত "ত্রুটি"র কারণে বরানগরের "তৃণমূল বিধায়ক" তাপস রায়ের ইস্তফাপত্র গ্রহণ করলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এখনও পর্যন্ত তাপস রায় তৃণমূল বিধায়ক পদেই রয়েছেন। এর মধ্যেই বুধবার বিকেলে বিজেপিতে যোগ দিলেন এই বর্ষীয়ান রাজনীতিক। আজও বিধানসভায় গিয়েছিলেন তাপস। এরপর স্পিকার জানান, তাপসের ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। তাঁকে ফের বৃহস্পতিবার দুপুর ১টায় আসতে বলা হয়েছে। আগামিকাল তিনি নতুন করে ইস্তফাপত্র জমা দেবেন। ইডি অভিযানের পর গত সোমবার তৃণমূল সুপ্রিমো ও শাসক দলের প্রতি ক্ষোভ উগরে বিধায়ক পদে ইস্তফা দেন তাপস রায়। আজ বিধানসভায় যাওয়ার পথে জল্পনায় ইতি টেনে বলেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি এও বলেন, "সন্দেশখালিতে যা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। জলদস্যুদের পাশে কোনও সরকার দাঁড়াতে পারে, ভাবা যায় না।" বুধের বিকেলে সল্টলেক সেক্টর ফাইভে বিজেপির কার্যালয়ে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন তাপস রায়।
  • Link to this news (আজকাল)