• 'কোনও প্রশংসাই যথেষ্ট নয়', ওপেনার থেকে স্পিনার! অশ্বিনকে কুর্নিশ রোহিতের
    ২৪ ঘন্টা | ০৭ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তারুণ্যের জয়গানে রাঁচিতে জয়ধ্বজা উড়িয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। বহু চর্চিত বাজবলকে বুড়ো আঙুল দেখিয়েই, ইংল্যান্ডের বিরুদ্ধে, এক ম্য়াচ হাতে রেখে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ ৩-১ জিতে নিয়েছে ভারত। আগামী ৭ মার্চ অর্থাৎ আগামিকাল থেকে ধরমশালায় শুরু পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট। পাহাড়ের কোলে শৈলশহরে খেলবেন রোহিত-স্টোকসরা। আর এই টেস্ট হতে চলেছে ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ১০০ তম টেস্ট (R Ashwin 100th Test)। আর এই টেস্টের প্রাক্কালে রোহিত সাংবাদিক বৈঠকে তুলে ধরলেন অচেনা অশ্বিনকে। ভূয়সী প্রসংসা করলেন দলের তারকার। রোহিতের বক্তব্য়ের  নির্বাচিত অংশ তুলে ধরা হল এখানে।অশ্বিনকে ১০০ টেস্টের শুভেচ্ছা রোহিতের'- ১০০ টেস্ট খেলা যে কোনও খেলোয়াড়ের কাছে বিরাট কৃতিত্বের। এটা বড় মাইলফলক। অশ্বিন আমাদের ম্য়াচ উইনার। ও আমাদের জন্য় যা করেছে, তার জন্য় কোনও প্রশংসাই যথেষ্ট নয়। বিগত পাঁচ-সাত বছরে অশ্বিন প্রতিটি সিরিজে অবদান রেখেছে। এরকম খেলোয়াড় বিরল। ১০০ টেস্টের ল্য়ান্ডমার্কের জন্য় ওকে আমার শুভেচ্ছা। যদিও ও ১০০ টেস্টের কাছে। কারণ এখনও টস হয়নি। কঠোর পরিশ্রমের পুরস্কার পেলে ভালো লাগে।'অশ্বিনকে যেভাবে পরিণত হতে দেখলেন রোহিত- 'অধিনায়ক হিসেবে আমি ওকে অনূর্ধ্ব-১৭ ও ১৯ এর সময় থেকে চিনি। সেই সময়ে অশ্বিন ব্যাট করত, ওপেনার ছিল। সেখান থেকে বোলিং শুরু করল। আমি অফ-স্পিন বোলার ছিলাম। সেখান থেকে হয়ে গেলাম ব্য়াটার। আমাদের জন্য় এটা ওঠানামার যাত্রা। তবে এটা ভারতীয় ক্রিকেটের জন্য় ভালো হয়েছে। একজন ক্রিকেটার হিসাবে অশ্বিন খেলায় নিজেকে বিকশিত করেছে। দলে তার মতো বুদ্ধিমত্তা ক্রিকেটারকে পেলে, বেশি কিছু ভাবতে হয় না। ওর হাতে বল তুলে দেওয়া হলে, ও খেলাটা চালিয়ে নিয়ে যায়। কীভাবে বল করতে হবে, কী ফিল্ডিং প্লেসমেন্ট হবে, কী করতে হবে এই সব পরিকল্পনা ও করে ফেলে।'রোহিতের মতে কেন এত সফল অশ্বিন- 'ও ক্রিকেটের বেসিকটাই ফলো করে। টেস্টের আগের দিন এক স্টাম্প লক্ষ্য় করে বল করে যায়। খেলা শুরুর এক ঘণ্টা ৪৫ মিনিট আগেও সেটা করে। মাঠে ওকে যেটা করতে দেখেন, সেটা মাঠের বাইরের ওর কাজের ফসল। ও রোজ এটা করে চলে। এটাই ওর প্রক্রিয়া। সবচেয়ে বড় ব্য়াপার ও টিম প্লেয়ার। রাজকোট টেস্টের কথাই ধরুন। ওর পরিবারের জন্য় খুব কঠিন সময়ে ছিল। তবুও অশ্বিন ফোন করে বলে, আমি ফিরে এসে দলের জন্য় কিছু করতে চাই। এটা বিরল বললেই চলে। আর এরকম প্লেয়ার যখন দলে থাকে, তখন মাথা এমনিই উঁচু হয়ে যায়।'

     

    অশ্বিন ৯৯ টেস্টে ৫০৭ উইকেট নিয়েছেন ২৩.৯১-এর গড়ে। ৩৫ বার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। অশ্বিনের সেরা বোলিং পরিসংখ্য়ান ৭/৫৯। এর সঙ্গেই অশ্বিন ১৪০ ইনিংসে ৩৩০৯ রান করেছেন ব্য়াট হাতে। তাঁর গড় ২৬.১৪। পাঁচটি সেঞ্চুরি ও ১৪টি অর্ধ-শতরান রয়েছে চেন্নাইয়ের বাসিন্দার। আধুনিক প্রজন্মের অন্য়তম সেরা অলরাউন্ডারদেরই একজন অশ্বিন।

     
  • Link to this news (২৪ ঘন্টা)