জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা ভোটে আগে ফুল বদল! 'বিজেপির ওয়াশিং মেশিন পর্ব চলছে। বাড়িতে ইডি হানার ২ মাসের মধ্যে বাংলার বিরোধী গোষ্ঠীতে যোগ দিলেন', তাপস রায়কে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের পুরনো সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী তাপস রায়। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল নানা কারণে। এবার বিজেপিতে গেলেন তাপস।এর আগে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় বরানগরে বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল ইডি। ভোর থেকে সন্ধ্যা। বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটে তাপসের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন সল্টেলেকে দলের কার্যালয়ে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন তাপস। কেন দলবদল? তিনি বলেন, 'বাংলার বুকে এই যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহাজাহানদের সরকার, উত্তম সর্দারদের সরকার, শিবু হাজরাদের সরকার। যে সরকার সংবিধান, আইন-কানুনের কথা বলে, কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে রায়, নির্দেশ মানে না। পশ্চিমবঙ্গ থেকে এই ধরণের অমানবিক, জলদস্যুদের যাতে আগামিদিমে আমরা সকলে মিলে সরিয়ে শান্তির বাংলা গড়তে পারি, সেই শপথ নিয়েই বিজেপিতে যোগ দান করলাম'।