আর হবে না উচ্চমাধ্যমিক! বড় ঘোষণা শিক্ষা দফতরের...
২৪ ঘন্টা | ০৭ মার্চ ২০২৪
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: আলোচনা চলছিলই। রাজ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে এবার চালু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি! কবে? একাদশ শ্রেণিতে এবছর থেকে আর আগামী বছর থেকে দ্বাদশ শ্রেণিতে। ফলে ২০২৫ থেকে আর হবে না উচ্চমাধ্যমিক! দুটি সেমেস্টারের নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ করা হবে।ঘটনাটি ঠিক কী? এখন একাদশ শ্রেণির পাঠ্যক্রমে বছরে একটাই পরীক্ষা দিতে হয় পড়ুয়াদের। এরপর দ্বাদশ শ্রেণিতে আরও একটি পরীক্ষা অর্থাৎ উচ্চমাধ্যমিক।
শিক্ষা সংসদে নির্দেশিকা উল্লেখ, চলতি শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণিতে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। অর্থাৎ বছরে একটা পরীক্ষা নয়, এবার থেকে ৬ মাস অন্তর হবে ২ পরীক্ষা। এরপর আগামী বছর থেকে যখন দ্বাদশ শ্রেণিতে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে গেলে উচ্চমাধ্য়মিক পরীক্ষা বলে আর কিছু থাকবে না। ৬ মাস অন্তর মোট ২ পরীক্ষায় বসতে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা বা উচ্চমাধ্যমিকের ফল নির্ধারিত হবে। আলাদা করে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে হবে না। সবিস্তারে পড়ুন...