• ইডি তল্লাশির ২ মাসের মধ্যে দলবদল তাপসের, কী বলছেন অভিষেক?
    প্রতিদিন | ০৭ মার্চ ২০২৪
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ২৩ বছরের বন্ধন ছিন্ন করে রাতারাতি বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। পদ্ম-পতাকা হাতে তুলে নেওয়ার পর থেকেই নিজের পুরনো দলের বিরুদ্ধে বিষোদগার করতে শুরু করেছেন বরানগরের পদত্যাগী বিধায়ক। এবার প্রাক্তন সতীর্থের এই দলবদল নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি?

    ফের বিজেপিকে ওয়াশিং মেশিন কটাক্ষ করে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ?বিজেপির ওয়াশিংমেশিন আবার চলতে শুরু করেছে! ইডি তল্লাশির মাত্র দুমাসের মধ্যে তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে দিলেন। বিজেপি বাংলার গরিব মানুষকে কীভাবে দেখে তার প্রমাণ এটা! এটা ওদের জমিদারি মানসিকতার প্রমাণ।? তৃণমূল বার বার অভিযোগ করে এসেছে, বিজেপি ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে একের পর এক নেতা-মন্ত্রীকে বিজেপিতে এনেছে। তৃণমূলে থাকাকালীন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি, তারাই দল পরিবর্তন করার পর সাধু হয়ে গিয়েছে, অভিযোগ রাজ্যের শাসকদলের। প্রমাণ স্বরূপ বার বার তাঁরা বিরোধী দলনেতা শুভেন্দুর নাম তুলে আনেন। এবার তাপস রায়ের দলবদলের পর ফের ওয়াশিং মেশিন তত্ত্ব নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
  • Link to this news (প্রতিদিন)