Israel: বিপুল কর্মসংস্থান, মোটা মাইনে! সুযোগ পেলেই এদেশে ছুটছেন ভারতীয়রা
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
Kerala man killed on Israel farm:
সোমবার (৪ মার্চ) উত্তর ইজরায়েলের একটি বাগানে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। তাতে একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দু’জন আহত হয়েছেন। নয়াদিল্লিতে ইজরায়েলি দূতাবাস এক্স-এ লিখেছেন, হিজবুল্লাহ ‘মার্গালিওটের উত্তর গ্রামে শান্তিপূর্ণভাবে কৃষিকাজ করা কর্মীদের ওপর হামলা চালিয়েছে। ঘটনার সময় ওই কৃষিশ্রমিকরা বাগানে চাষ করছিলেন। এই হামলা কাপুরুষোচিত জঙ্গি নাশকতা।’ কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে, কেন ওই ভারতীয় কৃষি শ্রমিকরা ইজরায়েলে গিয়েছিলেন? আর যদি সংঘাত গাজায় হয়, তাহলে উত্তর ইজরায়েলের শ্রমিকরা কেন হামলার মুখে পড়ছেন?