• ‌২১৭ বার করোনার টিকা নি‌য়েছেন জার্মানির এই ব্যক্তি
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ জার্মানির এক ষাটোর্ধ্ব ব্যক্তি নিজের উদ্যোগে ২১৭ বার করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। তবে এতে তাঁর কোনো শারীরিক ক্ষতি হতে দেখা যায়নি। দ্য ল্যানসেট ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত হয়েছে এই তথ্য। জানা গেছে, ২৯ মাসের মধ্যে ব্যক্তিগতভাবে ওই টিকাগুলো কিনে নিজের ওপর প্রয়োগ করেন ৬২ বছর বয়সী ওই ব্যক্তি। ইউনিভার্সিটি অব আরলাজেন–নুরেমবার্গের গবেষক ড. কিলিয়ান শোবার জানান, প্রথমে খবরের কাগজ থেকে এই ঘটনার ব্যাপারে জানতে পারেন তারা। এরপর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তাঁর ওপর বিভিন্ন পরীক্ষা করা হয়। আশঙ্কা ছিল, যে বারবার টিকা নেওয়ার ফলে ওই ব্যক্তির শরীরের রোগ–প্রতিরোধ কোষগুলো দুর্বল হয়ে পড়বে। কিন্তু তা হয়নি। পাশাপাশি তিন কখনও করোনাতে আক্রান্তও হননি। 
  • Link to this news (আজকাল)