বোর্ডের সংকেত পেয়ে এবার ঘরোয়া ক্রিকেট নিয়ে কড়া বার্তা দিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, সম্প্রতি কয়েকজন ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলতে নির্দেশ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। কিন্তু, তাতে যদি কারও ধারণা হয়ে থাকে যে এই নির্দেশ কেবলমাত্র কয়েকজনকেই দেওয়া হয়েছে। তো সেটা ভুল। সবাইকেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। বোর্ডের অবস্থান স্পষ্ট করে এমনটাই জানিয়েছেন রোহিত।