• জোড়া হার ডার্বিতে প্রভাব ফেলবে না, দাবি কুয়াদ্রাতের
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ডার্বির আগে জোড়া হার। ওড়িশার পর গোয়া। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ইস্টবেঙ্গলের। বাকি চার ম্যাচই ডু অর ডাই। হারলেই সুপার সিক্সে যাওয়ার আশা শেষ। এই অবস্থায় আগামী রবিবার বড় ম্যাচে নামতে হবে ক্লেইটনদের। পরিস্থিতির প্রভাব কি পড়বে ডার্বিতে? সম্ভাবনা উড়িয়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ। কুয়াদ্রাত বলেন, "ডার্বির জন্য প্লেয়ারদের মোটিভেশন লাগে না। বড় ম্যাচ। সবাই খেলতে চায়। শারীরিক এবং মানসিক ভাবে রিকভার করাটাই আসল। ডার্বিতে সবাই নিজের সেরাটা দেবে। আজকের রেজাল্ট পার্থক্য গড়ে দেবে না। আমরা তৈরি হয়েই নামব।" গোয়া উড়ে যাওয়ার আগে লাল হলুদের স্প্যানিশ কোচ দাবি করেছিলেন, এই ম্যাচে পয়েন্ট নষ্ট হলেও সুপার সিক্সের আশা থাকবে। কিন্তু আদতে কি সেটা সম্ভব? কেনই বা এত জঘন্য ফুটবল খেলছে ইস্টবেঙ্গল? এই উত্তরে কুয়াদ্রাত বলেন, "আমরা চেষ্টা করেছি। কিন্তু ওরা ফিজিক্যাল ফুটবল খেলেছে। এভাবে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা সম্ভব নয়। প্রথমার্ধে আমরা চাপে পড়ে যাই। পরপর ম্যাচ খেলতে হচ্ছে। কয়েকজন গুরুত্বপূর্ণ প্লেয়ার চোট পাওয়ায় আমাদের প্ল্যান বদল করতে হয়েছে। ভাসকুয়েজ, ফেলিসিওর থেকে হয়তো আমি একটু বেশিই আশা করে ফেলছি। তবে এখনও ১২ পয়েন্টের খেলা বাকি আছে। সম্ভাবনা শেষ হয়ে যায়নি।" এদিকে ১০ মার্চ ডার্বির পরে বাড়তি বাস চালানোর অনুরোধ জানিয়ে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দিয়েছেন ইস্টবেঙ্গল কর্তারা। ডার্বির শেষে রাত ১১.১৫ নাগাদ যুবভারতী‌ থেকে শহরের বিভিন্ন রুটে বাস দেওয়ার আবেদন জানানো হয়েছে। এরমধ্যে রয়েছে এসপ্লানেড, উল্টোডাঙ্গা, গড়িয়া, বেহালা, বারাসাত, শিয়ালদহ স্টেশন এবং হাওড়া স্টেশন। একইসঙ্গে খেলা শেষ হওয়ার পর রাত ১১.১৫ নাগাদ যুবভারতী থেকে বাড়তি মেট্রো দেওয়ারও অনুরোধ জানিয়েছে ইস্টবেঙ্গল কর্তারা। 
  • Link to this news (আজকাল)