• এনডিএ-তে ফিরছে পট্টনায়েকের বিজেডি!
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় দেড় দশক আগে ভেঙেছিল সম্পর্ক। লোকসভা ভোটের আগে জোর জল্পনা, পুরনো সম্পর্ক জোড়া লাগতে চলেছে। এনডিএতে ফিরতে চলেছে নবীন পট্টনায়েকের বিজেডি। সূত্রের খবর তেমনটাই। মনে করা হচ্ছে ওড়িশার সরকার এবার হাত মেলাবে গেরুয়ায় শিবিরের সঙ্গেই। জল্পনা বেড়েছে বুধবারের বৈঠকের পর। গতকাল নবীন পট্টনায়েকের সরকারি বাসভবনে একটি বৈঠকে বসেছিল। দলের তরফে জানানো হয়েছে লোকসভা এবং বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে এনডিএ-তে বিজেডি প্রত্যাবর্তন করলে, সে রাজ্যের শুধু নয়, দেশের রাজনীতিতেও তা উল্লেখযোগ্য ঘটনা হবে। যদিও ১৫ বছর আগে পট্টনায়েকের দল যখন এনডিএ থেকে সরে এসেছিল, গেরুয়া শিবির তখনই বলেছিল, এক দশক পরে গিয়ে নিজের সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করবেন নবীন। জল্পনার মাঝে উঠে আসছে সেসব পুরনো মন্তব্যও। এনডিএতে প্রত্যাবর্তন প্রসঙ্গে যদিও ওড়িশার সরকারের দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি, তবে জোট ইস্যুতে যে আলোচনা হয়েছে, তা স্বীকার করেছে বিজেডি। তাদের দাবি রাজ্যের মানুষের বৃহত্তর স্বার্থকেই অগ্রাধিকার দেবে দল।
  • Link to this news (আজকাল)