• ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার কাশ্মীরে প্রধানমন্ত্রী
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আজ কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথমবার। দিনভর একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। উদ্বোধন করবেন একাধিক প্রকল্পের। দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার শ্রীনগরের বকশি স্টেডিয়ামে জনসভা রয়েছে নরেন্দ্র মোদির। সেখান থেকেই ভার্চুয়ালি ঐতিহ্যবাহী হজরতবাল মসজিদের সংস্কার প্রকল্প, সোনমার্গের ‘স্কি ড্র্যাগ লিফ্ট’-এর উদ্বোধন করবেন তিনি। সব মিলিয়ে কাশ্মীরের জন্য ৬ হাজার ৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ অগাস্ট কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেয়। গত বছর ডিসেম্বরে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ রায় দেয়, কেন্দ্রীয় সরকারের ৩৭০ ধারা বাতিলের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়। এই রায়ের পর, আজ কাশ্মীরে পা রাখছেন প্রধানমন্ত্রী। সামনেই লোকসভা নির্বাচন। অন্যদিকে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দাবি জানিয়েছেন বিরোধী নেতারা। এর মাঝেই প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
  • Link to this news (আজকাল)