• হুগলির গুড়াপে মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ-বিক্ষোভ গ্রামবাসীদের...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:  আন্ডার পাসের দাবিতে হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের গুড়াপ থানার অন্তর্গত দুলফা গ্রামবাসীদের জাতীয় সড়ক অবরোধ। দুলফা গ্রাম থেকে ভাস্তারা যেতে হলে পার হতে হয় জাতীয় সড়ক। ৯ টি গ্রামের ৩০ হাজার মানুষ প্রতিদিন জাতীয় সড়কের( এনএইচ ২)উপর থেকে বিপদজনক ভাবে যাতায়াত করেন। পড়ুয়াদের বিদ্যালয়ে যেতে হলে প্রতিদিন ঝুঁকি নিয়ে করতে হয় পারাপার। এছাড়াও ব্যাঙ্ক, পোষ্ট অফিস, বাজার, হাসপাতাল, কৃষিকাজে যেতে হলেও বিপদ মাথায় নিয়েই রাস্তা পারাপার করেন গ্রামবাসীরা। হামেশাই দুর্ঘটনা ঘটে। এস.ডি.ও, গ্রাম পঞ্চায়েত এমনকি থানায় জানিয়েও কোনও সুরাহা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, যেখানে আন্ডারপাস হওয়ার দরকার সেখানে না হয়ে কয়েক কিমি দূরে আন্ডারপাস হচ্ছে। অভিযোগ শাসকদলের স্থানীয় দুই নেতার বিরুদ্ধে। নিজেদের পছন্দ মতন জায়গায় প্ল্যান পাস করাতে চাইছে তাঁরা, অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার রাস্তা পারাপার করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির, তাঁর মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। মৃতের নাম শেখ আলাউদ্দিন, বয়স ৪৫ বছর। দীর্ঘ ১ ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হয় গুড়াপ থানার বিশাল পুলিশ বাহিনী। সঠিক জায়গায় আন্ডার পাসের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। 
  • Link to this news (আজকাল)