• TMC-রও টার্গেট মহিলা ভোট, আজ রাজপথে মমতা, সঙ্গে হাঁটবেন অভিষেকও
    আজ তক | ০৭ মার্চ ২০২৪
  • শুক্রবার ৮ মার্চ আন্তর্জাতিক নারীদিবস, তার ঠিক একদিন আগেই আজ বৃহস্পতিবার কলকাতার রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারী দিবসের প্রাক্কালে মহিলাদের অধিকার রক্ষা এবং তাদের লড়াইকে কুর্নিশ জানিয়ে রাজপথে নামছেন তৃণমূলনেত্রী। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ শুরু হবে মিছিল। 

    আজকের কর্মসূচি
    তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের আগে আজ পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। তারপর সেই মিছিল কলেজ স্ট্রিট - নির্মল চন্দ্র স্ট্রিট - ওয়েলিংটন থেকে ডানদিকে ঘুরে - এস এন ব্যানার্জী রোড হয়ে পৌঁছবে ডোরিনা ক্রসিং। এরপর সেখানে একটি সভারও আয়োজন করা হয়েছে। মিছিলে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ডোরিনা ক্রসিংয়ে তৃণমূলনেত্রী একটি সভা করবেন বলেও সূত্রের খবর।

    রবিবার জনগর্জন সভা
    রবিবার রয়েছে তৃণমূলের  মেগা ইভেন্ট ‘‌জনগর্জন সভা’‌। তা নিয়ে জেলায় জেলায় প্রস্তুতি চরমে উঠেছে। লোকসভা ভোটের আগে ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের বড় সভা থেকে  চরম বার্তা দিতে পারেন নেত্রী এমনটাই মনে করা হচ্ছে। আর তার আগে আজ, বৃহস্পতিবার কলকাতার বুকে মিছিল করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের আগে আবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের বিভিন্ন প্রকল্পে তা  প্রতিফলিত হয়েছে। মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। আর এই ধরনের প্রকল্পের মধ্যে দিয়ে পড়ুয়া  থেকে গৃহবধূ, উপকৃত  হচ্ছেন সকলেই। রাজ্যের এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার অঙ্কও বাড়ান হয়েছে। এমনকী বুধবার রাজ্যের আশাকর্মী ও আইসিডিএস কর্মীজের বেতনও বাড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  নারীশক্তিকে সামনে রেখেই এবারের লোকসভা ভোটযুদ্ধে নামতে চায় তৃণমূল। দলের সমস্ত নির্বাচনী প্রচারে এগিয়ে রাখা হচ্ছে মহিলা সদস্যদেরই। তাই  ভোটের আগে মহিলা মহলে জনসংযোগের জন্য আজকের দিনটির পূর্ণ সদ্ব্যবহার করার পরিকল্পনা নিয়েছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজ তক)