• জন্মদাতার নয়, সৎ বাবার নাম বার্থ সার্টিফিকেটে, বেনজির রায় কলকাতা হাই কোর্টের
    প্রতিদিন | ০৭ মার্চ ২০২৪
  • গোবিন্দ রায়: সম্প্রতি কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এক মহিলা আবেদন করেছিলেন, যাতে করে তাঁর সন্তানের বার্থ সার্টিফিকেটে জন্মদাতা বাবার পদবি ব্যবহার না করে সৎ বাবার পদবি ব্যবহার করা হয়। এই আবেদনে ইতিবাচক সাড়া দিল আদালত। শিশুর জন্মের শংসাপত্রে বড় বদলের ছাড় দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দিয়েছেন, বর্তমান পরিস্থিতি অনুয়ায়ী শিশুর জন্ম সংক্রান্ত নথি সংশোধন করা হবে।

    আদালত সূত্রে জানা গিয়েছে, মহিলার প্রথম স্বামী ওই শিশুর জন্মদাতা পিতা। যদিও সেই দাম্পত্য ভেঙে যায়। পরে দ্বিতীয় স্বামীর সঙ্গে ঘর বাঁধেন মহিলা। সেই ব্যক্তিকেই বাবা হিসাবে চিনতে শেখে শিশু। যদিও শিশুর বার্থ সার্টিফিকেটে ?আসল? বাবার পদবি ব্যবহার করা হয়েছিল। যা পরিবর্তনের আর্জি জানান আবেদনকারী। সেই দাবিকেই স্বীকৃতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন, যাতে ওই শিশুর জন্ম সংক্রান্ত শংসাপত্র পুনরায় ইস্যু করা হয়।
  • Link to this news (প্রতিদিন)