সন্দেশখালির ঘটনা ‘লজ্জায় মাথা নত করে দেয়’ বলে বুধবার বারাসতে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী। দাবি করেছেন, গোটা বাংলায় ‘সন্দেশখালি ঝড় উঠবে।’ আর বৃহস্পতিবার ‘নারী সুরক্ষা’ ইস্যুতে পাল্টা গেরুয়া বাহিনীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘নারী দিবস’কে কেন্দ্র করে তৃণমূলের মিছিলে মুখ খুলেছেন সন্দেশখালির ঘটনা নিয়ে। এদিন কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী সঙ্গেই মিছিলে পা মিলিয়েছেন সন্দেশখালির মহিলাদের একাংশ। জানা গিয়েছে, ‘দিদি’র হাতে সন্দেশও তুলে দিয়েছেন তাঁরা।