Bjp Mahila Morcha is prevented by Police: ‘সিঙ্গুর থেকে শুরু, সন্দেশখালিতেই শেষ তৃণমূলের’, পুলিশের তুমুল বাধায় ভয়ঙ্কর হুঁশিয়ারি লকেটদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
Bjp Mahila Morcha-Sandeshkhali:
নিউটাউনের রাস্তায় ধুন্ধুমার। গত ২৩ ফেব্রুয়ারির পর আজ ফের একবার সন্দেশখালিতে (Sandeshkhali) যাওয়ার চেষ্টা করেছিল BJP মহিলা মোর্চা। মহিলাদের এই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee), BJP বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimita Paul), ভারতী ঘোষ (Bharati Ghosh)-সহ অন্যরা। এদিন সন্দেশখালি যাওয়ার পথে নিউটাউনেই (Newtown) তাঁদের আটকায় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি শুরু হয়ে যায় লকেট-ভারতী-অগ্নিমিত্রাদের। রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে থাকেন তাঁরা। টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিজেপি প্রতিধিদের। আটক করা হয় লকেট, অগ্নিমিত্রা, ভারতী-সহ আরও বেশ কয়েকজন বিজেপি নেত্রীকে।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)