• Lok Sabha Election 2024: পদ্মে চরম কোন্দল, টিকিট না পেয়ে ক্ষুব্ধ বার্লার প্রকাশ্যে বিজেপি প্রার্থী টিগ্গাকে কড়া হুঁশিয়ারি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
  • John Barla VS Manoj Tigga:

    লোকসভা ভোট ঘোণার আগেই বাংলায় ২০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে বিজেপি। যা সাম্প্রতিককালে বড় চমক। গেরুয়া নেতৃত্ব হয়তো ভেবেছেন, আগেভাগে প্রার্থী তালিকা ঘোষণা করলে প্রচারে বাড়তি সুবিধা মিলবে। কিন্তু, পৌষ মাসের বদলে এতে সর্বনাশের শঙ্কা বিজেপি শিবিরে। আলিপুরদুয়ার কেন্দ্রে এবার প্রার্থী বদল করেছে পদ্ম বাহিনী। আদিবাসী নেতা জন বার্লার বদলে এই কেন্দ্রে এবার গেরুয়া শিবিরের টিকিট পেয়েছেন বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন মনোজ টিগ্গা। যা নিয়েই কেন্দ্রের শাসক দলের অন্দরে চরম কোন্দল দানা বেঁধেছে। ক্ষুব্ধ আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ। তাঁর টিকিট না পাওয়ার জন্য মনোজ টিগ্গাকেই দায়ী করেছেন বার্লা! তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তুলেছেন। এমনকী সরকারি অনুষ্ঠানে প্রকাশ্যে বিজেপি প্রার্থী মনোজকে সরে দাঁড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)