Ladakh: ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে শাহি দরবারে লাদাখ, কোন বিশেষ কারণে দিতে নারাজ কেন্দ্র?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
Ladakh and the Sixth Schedule of the Constitution:
সম্প্রতি লাদাখের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অঞ্চলে ৩৭১ ধারায় সুরক্ষা বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। সম্প্রতি, মোদী সরকার বিরোধী বিক্ষোভের সাক্ষী হয়েছে লাদাখ। এই নিয়েই লে কর্তৃপক্ষ এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (কেডিএ)-এর সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বৈঠকে অংশগ্রহণকারীদের আশ্বাস দিয়েছেন, তাঁদের চাকরি, জমি এবং সংস্কৃতি সম্পর্কিত উদ্বেগের সুরাহা করা হবে। তবে সরকার লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করতে পারবে না বলেও বৈঠকে শাহ জানিয়ে দিয়েছেন।