সাবাশ কাঞ্চন মল্লিক! সাবাশ শ্রীময়ী চট্টরাজ! এই না হলে সাহেবিয়ানা। ব্রিটিশরা একসময় ভারতীয়দের সঙ্গে যে ব্যবহার করতেন, তারই পুনরাবৃত্তি করে নিজেদের ক্লাস দেখিয়ে দিলেন আপনারা। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আপনারা। তার জন্য আপনাদের অনেক শুভেচ্ছা, আগামী জীবনের জন্য অনেক শুভকামনা। আর সেই সঙ্গে ৬ মার্চ রিসেপশনে যে ভদ্রতাটা আপনারা দেখিয়েছেন সংবাদমাধ্যমের কর্মী, সুরক্ষাকর্মী এবং গাড়িচালকদের জন্য তার জন্য বলব, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।