• Credit Card: ক্রেডিট কার্ড নিয়ে বিরাট নির্দেশ রিজার্ভ ব্যাংকের! এবার কী করবেন গ্রাহকরা?
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
  • RBI new direction on credit card:

    বর্তমান সমাজে ক্রেডিট কার্ডের ব্যবহার সর্বত্র। নানা সংস্থার ক্রেডিট কার্ড আছে। গ্রাহক কোনটা চান, সেটা বেছে নেওয়ার ক্ষমতা তাঁর থাকা উচিত। গ্রাহকদের হাতে সেই ক্ষমতা কার্ড ইস্যুকারী সংস্থাগুলোকে দিতেই হবে। একথা স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় রিজার্ভ ব্যাংক (আরবিআই)। শুধু জানানোই নয়। এই মর্মে ক্রেডিট কার্ড প্রদানকারী সংস্থাগুলোকে রিজার্ভ ব্যাংক নির্দেশও দিয়েছে। এই নির্দেশে, সংস্থাগুলোর ক্রেডিট কার্ড ইস্যুর একচেটিয়া কারবার ধাক্কা খেল। রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপ গ্রাহকদের জন্যও উপকারী। কারণ, এই নির্দেশের ফলে গ্রাহকরা একাধিক কার্ড নেটওয়ার্ক থেকে পছন্দসই সংস্থার ক্রেডিট কার্ড বেছে নেওয়ার স্বাধীনতা পেলেন।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)