India vs England 5th test at Dharamshala: বলা হচ্ছিল কন্ডিশনের জন্য ধর্মশালায় ফাস্ট বোলাররা বাজিমাত করবে। তবে টসে জিতে প্ৰথমে ব্যাট করতে নামা ইংরেজরা হাবুডুবু খেল সেই ঘূর্ণির যাঁতাকলে। মাত্র ২১৮ রানে ইংল্যান্ডের ব্যাটিং খতম হয়ে গেল ধর্মশালায়। আর বিপক্ষের ১০ উইকেটই নিল ভারতীয় স্পিনাররা।