• ISL derby 2024: ফুটবল কলঙ্কিত ইস্টবেঙ্গলের জন্যই! বিষ্ফোরক অভিযোগে ডার্বি বয়কট মোহনবাগানের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
  • ISL 2024: মরশুমি ডার্বি থাকবে, আর বিতর্ক থাকবে না। তা কখনও হয়? সেই ট্র্যাডিশন মেনেই এবার ডার্বির আগে ধুন্ধুমার বিতর্ক চালু হয়ে গেল। প্রথম আইএসএল ডার্বিরই ‘বদলা’ নিতে চলেছে মোহনবাগান। মাঠের বাইরের লড়াইয়ে। মোহনবাগান আয়োজিত প্ৰথম ডার্বিতে পর্যাপ্ত টিকিট পাননি, এই কারণ দেখিয়ে মাঠে যাওয়া থেকে বিরত থেকেছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)