• Lok Sabha Election 2024: লোকসভা ভোটে ভারতব্যাপী প্রার্থী দিচ্ছে ওয়াইসির AIMIM! চ্যালেঞ্জ ইন্ডিয়া জোটের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ মার্চ ২০২৪
  • Asaduddin Owaisi-led AIMIM In Lok Sabha poll 2024:

    আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন এআইএমআইএম আসন্ন লোকসভা নির্বাচনে হিন্দিভূমি সহ দেশের একাধিক রাজ্যের বহু আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সম্ভবত, ভোটে এআইএমআইএম সংখ্যালঘু ভোটারদের আকর্ষণ করতে পারে, ফলে বাইনারি পলিটিক্সের সম্ভবনা বাড়ছে, ভোট কাটতে পারে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো? এই আশঙ্কাই এখন জোরদার হচ্ছে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)