• গুগলের গোপনীয় তথ্য পাচারের দায়ে প্রাক্তন কর্মী গ্রেপ্তার...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গুগলে কর্মরত অবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এর তথ্য চুরি করে চীনে সরবরাহ করার দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ক্যালিফোর্নিয়ায় সংক্রান্ত চারটি মামলায় লিনওয়েই ডিং ওরফে লিয়ন ডিংকে বুধবার গ্রেপ্তার করা হয় বলেই খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থার। মামলার তথ্য অনুযায়ী, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত এক প্রজেক্টে ওই ব্যক্তিকে ২০১৯ সালে নিয়োগ করে গুগল। ২০২২ সালের মে মাস থেকে গুগলের তথ্য নিজের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে জমা করতে শুরু করেন তিনি। অভিযোগে এটাও বলা হয় যে, তিনি এর মাঝে কয়েক মাস চীনে বেইজিং রংশু লিয়ানঝি টেকনোলজি নামের একটি কোম্পানিতে কাজ করেন এবং নিজেও একটি কোম্পানি খুলে তাতে কাজ করতে থাকেন। মামলায় বলা হয়, এই দুই কোম্পানিতে কাজ করার ব্যাপারে গুগলকে জানাননি লিয়ন।  শুধু তাই নয়, তিনি ২০২৩ সালে আমেরিকায় ফিরে এসে পদত্যাগ করেন। এরপর সন্দেহ হওয়ায় গুগল অনুসন্ধান করে দেখে তিনি গুগলের অন্তত ৫০০টি গোপনীয় নথি চুরি করেছেন।  এই কাজের মাধ্যমে লিয়ন রাষ্ট্রীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন বলে আদালতে দাবি করা হয়। মামলায় গুগল জয়ী হলে তাঁকে অন্তত ১০ বছরের কারাবাস হতে পারে।
  • Link to this news (আজকাল)