• মার্কিন মালবাহী জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইয়েমেনের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে অন্তত তিনজন ক্রু নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।বুধবার রাত সাড়ে ১১টায় এডেন উপসাগরে কার্গো জাহাজ ‘ট্রু কনফিডেন্সে’এই হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড হামলার শিকার ওই কার্গো জাহাজের একটি ছবি প্রকাশ করেছে। খবর বিবিসির।সেন্টকম এক বিবৃতিত জানিয়েছে, বার্বাডোসের পতাকাবাহী ও লাইবেরিয়ায় নিবন্ধিত এমভি ট্রু কনফিডেন্সে একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত তিনজন ক্রু নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। জাহাজটিরও ব্যাপক ক্ষতি হয়েছে। ক্রুরা জাহাজ ছেড়ে গেছেন। এ নিয়ে বিগত দুই দিনে হুথিরা পঞ্চমবারের মতো অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল। হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছন, ট্রু কনফিডেন্স জাহাজটির ক্রুদের আগেভাগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেই সতর্কতা প্রত্যাখ্যান করায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়।
  • Link to this news (আজকাল)