• যোগ দিতে হয়েছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, মৃত্যু তেলেঙ্গানার যুবকের...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগেই অভিযোগ উঠেছে, এজেন্ট দ্বারা প্রতারিত হয়েছেন অনেকে। তাঁদের রাশিয়ায় নিরাপত্তা এজেন্ট হিসেবে কাজ করার কথা বলা হলেও, কাজে লাগানো হচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে। এ নিয়ে জোর চর্চার মাঝেই জানা গিয়েছে, তেলেঙ্গানার এক যুবকের মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। বুধবার মস্কোর ভারতীয় দূতাবাস সূত্রে জানা গিয়েছে, যুদ্ধে মৃত্যু হয়েছে তেলেঙ্গানার যুবক মহম্মদ আসফানের। বয়স ৩০। সে হেল্পারের কাজ নিয়ে রাশিয়া পাড়ি দিয়েছিল। কিন্তু তাকে পাঠানো হয়েছিল যুদ্ধক্ষেত্রে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহম্মদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তাঁর দেহ দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয়। জানা গিয়েছে, ২০২৩ এর ৯ নভেম্বর সে পাড়ি দিয়েছিল রাশিয়ায়। মহম্মদের পরিবারের অভিযোগ, ছেলের মৃত্যুর জন্য দায়ী একটি বিশেষ সংস্থার এজেন্টরা। তাঁর ভাই জানিয়েছেন, তাঁরা সরকারের কাছে দেহ দেশে ফিরিয়ে আনার অনুরোধ করবেন, যাতে শেষকৃত্য সম্পন্ন করতে পারেন।
  • Link to this news (আজকাল)