• ১০০তম টেস্টে অশ্বিনকে বিশেষ সম্মান, শুরুতেই জোড়া ধাক্কা কুলদীপের ...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ১০০তম টেস্ট খেলতে নামার আগে রাহুল দ্রাবিড়ের থেকে বিশেষ সম্মান পেলেন রবিচন্দ্রন আশ্বিন। যার সাক্ষী থাকলেন স্ত্রী প্রীতি এবং দুই কন্যা আখিরা এবং আদ্যা। ধর্মশালায় টসের পর অশ্বিনকে সংবর্ধনা দেয় ভারতীয় দল। ছোট্ট একটি অনুষ্ঠান করা হয়। অশ্বিনের ভূয়সী প্রশংসা করেন দ্রাবিড়। এদিন নিজের ১০০তম টেস্টে নামার আগে অশ্বিনকে "গার্ড অফ অনার" দেয় ভারতীয় দলের ক্রিকেটাররা। মাঠে ছিলেন অশ্বিনের স্ত্রী এবং কন্যারা। কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে নিজের ১০০তম টেস্টের টুপি নেন ভারতীয় স্পিনার। ইংল্যান্ডের হয়ে একশোতম টেস্ট খেলতে নামেন জনি বেয়ারস্টোও। ধর্মশালায় উপস্থিত ছিলেন তাঁর মা এবং বোন। আবেগ তাড়িত হয়ে পড়েন বেয়ারস্টো। এদিন মধ্যাহ্নভোজের বিরতিতে কুলদীপ যাদবের ধাক্কায় ২ উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ১০০। ৬১ রান করে ক্রিজে আছেন জাক ক্রলি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ভারতীয় দলে দুটো পরিবর্তন হয়। পঞ্চম টেস্টে আকাশ দীপের জায়গায় ফেরেন যশপ্রীত বুমরা। টানা তিন টেস্টে ব্যর্থতার জেরে রজত পাটিদারের জায়গায় টেস্ট অভিষেক হয় দেবদত্ত পাডিক্কলের। বাকি দল একই। ধর্মশালার উইকেটে শুরুটা ভালই করে ইংল্যান্ড। প্রথম উইকেটে ৬৪ রান যোগ করেন জাক ক্রলি এবং বেন ডাকেট। পার্টনারশিপ ভাঙেন কুলদীপ যাদব। ২৭ রানে আউট হন ডাকেট। আরও একবার ব্যর্থ অলি পোপ। হায়দরাবাদ টেস্ট ছাড়া কোনও টেস্টেই রান পাননি। ধর্মশালায়ও প্রথম ইনিংসে ব্যর্থ। মধ্যাহ্নভোজের ঠিক আগে ১১ রান করে ফেরেন পোপ। উইকেটের অন্য প্রান্তে আরও একটি অর্ধশতরান তুলে নেন ক্রলি। ৭১ বলে ৬১ রানে অপরাজিত ইংল্যান্ডের ওপেনার। ইনিংসে রয়েছে ১টি ছয়, ৯টি চার। পঞ্চম টেস্টেও বাজবল স্টাইলই অবলম্বন করেন ইংল্যান্ডের ব্যাটার। 
  • Link to this news (আজকাল)