• ‌এটাই শেষ আইপিএল হতে চলেছে দীনেশ কার্তিকের
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ এটাই শেষ আইপিএল। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। জাতীয় দলে এখন আর সুযোগ পান না তিনি। দেশের হয়ে শেষ খেলেছিলেন ২০২২ টি২০ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে। ৩৮ বছরের উইকেটকিপার–ব্যাটার ২০০৮ থেকেই আইপিএল খেলেছেন। টানা ১৬ মরশুমে মাত্র দুটি ম্যাচ তিনি মিস করেছেন। বর্তমানে আরসিবির ক্রিকেটার তিনি। বোর্ড সূত্রে খবর, ‘‌২০২৪ আইপিএলই শেষ। তারপরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন দীনেশ কার্তিক।’‌আইপিএলে ৬টি দলের প্রতিনিধিত্ব করেছেন কার্তিক। শুরু করেছিলেন দিল্লি ডেয়ারডেভিলস দিয়ে। তারপর পাঞ্জাব, মুম্বই হয়ে ফের দিল্লিতে গিয়েছিলেন তিনি। ২০১৫ সালে যোগ দিয়েছিলেন আরসিবিতে। তারপর দু’‌বছর খেলেন গুজরাট লায়ন্সে। তারপর অধিনায়ক হিসেবে যোগ দেন কলকাতা নাইট রাইডার্সে। তারপর ফের ২০২২ থেকে আরসিবিতে। আর এটাই কার্তিকের শেষ মরশুম হতে চলেছে।আইপিএলে এখনও অবধি ২৪২ ম্যাচে কার্তিকের সংগ্রহ ৪,৫১৬ রান। এছাড়া দেশের হয়ে ২৬ টেস্ট, ৯৪টি ওয়ানডে ও ৬০টি টি২০ খেলেছেন। 
  • Link to this news (আজকাল)