• খাড়গে-শিবরাজ বাগযুদ্ধ চরমে
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিজেপি নেতা শিবরাজ সিং চৌহানের সঙ্গে বাগযুদ্ধ চলছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের। মধ্যপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রা থেকে খাড়গে বলেন, কংগ্রেসের সমালোচনা করার আগে বিজেপি আগে নিজের ঘর দেখুক। প্রধানমন্ত্রী নিজের থেকে জনপ্রিয় কাউকে হতে দেবেন না। তারই ফল ভোগ করতে হয়েছে শিবরাজকে। দলের হয়ে ভোটে জিতেও মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে শিবরাজকে। এর পাল্টা দিয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা শিবরাজ সিং চৌহানও। তিনি বলেন, খাড়গে এবং রাহুল গান্ধীর যৌথ নেতৃত্বে কংগ্রেস ৫০ টি নির্বাচনে পরাজিত হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে চলেছে তার মোকাবিলা করতে পারছে না কংগ্রে, দাবি শিবরাজের। রাম মন্দির প্রসঙ্গ তুলে ধরে শিবরাজ বলেন, গোটা দেশ যখন রামের নাম করেছে, কংগ্রেস তখন এই অনুষ্ঠানকে বয়কট করেছে। এই দলের পতন নিশ্চিত। 
  • Link to this news (আজকাল)