• ‌‘‌কাল থেকে আপনার রায় জনগণ দেবে’‌, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একহাত নিলেন মমতা...
    আজকাল | ০৭ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক: ‘‌কিছু হলে বাংলার মেয়েরা তেড়েফুঁড়ে ওঠে। আমি এটা পছন্দ করি।’‌ নারী দিবসের প্রাক্কালে এক পদযাত্রা শেষে একথা বলেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এদিন মঞ্চে দলের নারীশক্তির মাঝখানে একজন পুরুষ ছিলেন। সদ্য বিজেপি ছেড়ে আসা মুকুটমণি অধিকারী। এরপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করে একহাত নিয়েছেন মমতা। বললেন ‘‌কাল থেকে আপনার রায় জনগণ দেবে।’‌ বৃহস্পতিবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে সল্টলেকের বিজেপি অফিসে গিয়ে দলীয় পতাকা হাতে তুলে নেন। তাঁর কিছুক্ষণ পর মমতা বলেন, ‘‌বিচারকের চেয়ারে বসে বিজেপিতে যোগদান করেন। এঁদের থেকে বিচার পাবেন! বিজেপি যা বলছে তাই করছেন। অভিষেকের নাম করে রোজ গালাগালি দিত। আমি খুশি এঁদের মুখোশটা খুলে পড়েছে।’‌ রাজ্যে স্কুল নিয়োগ দুর্নীতি মামলার প্রসঙ্গে খোঁচা দিয়ে এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‌আপনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। আপনি যেখানেই দাঁড়ান আমি সেখানে ছাত্র–ছাত্রীদের নিয়ে যাব।’‌ মমতার দাবি, রাজ্যে ৫ লক্ষ চাকরি ‘‌রেডি’‌ আছে। রাজ্যে এসে গত তিনটি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্দেশখালি নিয়ে সরব হন। বুধবার বারাসতের সভা থেকে তিনি বলেন, সন্দেশখালি গোটা বাংলায় ঝড় তুলবে। এদিন সন্দেশখালি প্রসঙ্গে মমতা বলেন, ‘‌কিছু কিছু ঘটনা অনেক সময় জানাও থাকে না। আমি তৃণমূল কর্মীদের গ্রেপ্তার করতেও চিন্তা করি না। বিজেপি বলছে এরাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। আমি চ্যালেঞ্জ করছি এটা সবথেকে নিরাপদ রাজ্য। মণিপুর বা হাথরস যখন জ্বলছিল তখন আপনারা কোথায় ছিলেন? বাংলায় আপনারা ৪৫৫টা টিম পাঠিয়েছেন।‌ মণিপুরে কটা টিম পাঠিয়েছেন, হাথরসেই বা কটা টিম এসেছিল?’‌ রবিবার ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের সভা। সকলকে ওইদিন ব্রিগেডে আসার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘‌বাংলাকে বাঁচাতে হলে গর্জন করতে হবে। দলে দলে ব্রিগেড আসুন।’‌ 
  • Link to this news (আজকাল)